ইস্টার হলিডে উপলক্ষে মাইল এন্ড ও ভিক্টোরিয়া পার্কে দিনভর নানা আয়োজন

Mileand Parkইস্টার হলিডে উপলক্ষে টাওয়ার হ্যামলেটস বারার বিভিন্ন স্থানে আয়োজিত নানা অনুষ্ঠানে মেতে উঠে শিশু-কিশোররা।  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে মাইল এন্ড পার্কের চিলড্রেন্স প্লে এরিয়াতে ৫ এপ্রিল অনুষ্ঠিত এগসেলেন্ট এ্যাগ হান্ট অনুষ্ঠানে বিপুল সংখক শিশু কিশোর অংশ নেয় এবং নিজেদের ইচ্চেছমত নানা রংয়ে তারা ডিমকে সাজায়। ডিম খুঁজে বের করে রঙ্গিন করার পাশাপাশি অনুষ্ঠিত হয় ডেফোডিল উইন্ডমিলস যেখানে ১৫০ জন শিশু কর্মশালায় অংশ নেয় এবং মোমের বাউন্টিং ও স্টিকার তৈরী করে। এছাড়া ইস্টার এগস্ট্রাভেগেঞ্জা নামের আরেকটি বর্ণাঢ্য অনুষ্ঠান ভিক্টোরিয়া পার্কে ভিএন্ডএ বিহ্বিংয়ে অনুষ্ঠিত হয়। এতে ৩ঞশতাধিক শিশু অংশ নেয়। কাউন্সিলের পার্ক এন্ড স্পোর্টস টিমের উদ্যোগে ৮ এপ্রিল ভিক্টোরিয়া পার্কের আরবান হুইলারস জ্যাম এ আয়োজিত অনুষ্ঠানে যোগদানকারী শিশু কিশোররা স্কেটার্স, বোর্ডারস ও বিএমএক্স বাইকার্স স্টান্ট এ অংশ নেয়ার সুযোগ পায়। ছোট ছোট ছেলেমেয়েরা প্যাডল চালিয়ে বিদ্যুত উ্পাদন করে, যা দিয়ে মিউজিক সিস্টেম চালানো হয় দিনভর। সকলের রিফ্রেশমেন্টের জন্য ছিলো স্মুদি বাইক। রোলাপ্লাঞ্জা তাদের সিম্যুলেটর রেইসিং বাইক নিয়ে এসেছিলো, যা চালিয়ে শিশু কিশোর ও তাদের অভিভাবকরা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button