ডিসিএফবি চেয়ারম্যান মনির হোসাইনের সাথে টাওয়ার হেমলেটস্ এর ডেপুটি স্পিকারের মতবিনিময়

Moniবিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবীদ, সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট আইন কলেজের সাবেক ভিপি আলহাজ্ব মনির হোসাইনের সাথে টাওয়ার হেমলেটস্ কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিই’র এক মতবিনিময় সভা গত ৩ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মালব্যারী প্যালসস্থ কাউন্সিল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বিশিষ্ট শিক্ষাবিদ মনির হোসাইনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ভয়েস ফর বাংলাদেশী খ্যাত সংগঠন ডেভেলাপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশীজ ইন ইউকে প্রতিষ্ঠার মাধ্যমে মনির হোসাইন প্রবাসী এবং বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষনে যে ভূমিকা রেখেছেন সেগুলোর প্রত্যেকটি বিষয়ই প্রশংসার দাবী রাখে। মনির হোসাইন ব্রিটেন ছেড়ে এখন বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে গেছেন, যা সে দেশের চলমান বিক্ষুদ্ধ রাজনীতির পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে।
কাউন্সিল রাজিব আহমদ ও কাউন্সিলর খালেছ উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কাউন্সিলর মতিনুজ্জামান, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কনজারভেটিভ গ্র“পের লীডার পিটার গোল্ড, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সমাজসেবী ফারুক আলী, বদরুল ইসলাম চৌধুরী, আব্দুল হান্না, আহবাব হোসেন খান বাপ্পী, মোঃ মারুফুর রশিদ চৌধুরী।
মনির হোসাইন তার বক্তব্যে মতবিনিময় সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের জাতিসত্ত্বার প্রতি নৈতিক যে দায়িত্ব রয়েছে সেটা সবার উপরে দেখতে হবে। আমরা প্রথমে আমাদের দেশকে সব কিছুর উপরে রাখবো। দেশের মর্যাদাকে সমুন্নত করতে আমি অভিজ্ঞতা সঞ্চয় করে বাংলাদেশের রাজনীতিতে অংশ নিচ্ছি উল্লেখ করে মনির হোসাইন বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে পৌছতে সহায়তা করবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button