ব্রিটেনে স্বাস্থ্য খাতে বাজেট কাটায় ২০ হাজার নার্স বেকার

UK Nurseব্রিটেনের জাতীয় স্বাস্থ্য খাতে বাজেট কমানোর ফলে কমপক্ষে ২০ হাজার নার্সের পদ খালি হয়ে পড়েছে। এতে করে দেশটির রোগীরা  ঝুঁকির মধ্যে পড়েছে। সম্প্রতি এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
ব্রিটেনের রয়্যাল কলেজ অব নার্সিং- আরসিএন গত সোমবার এক রিপোর্টে জানায়, ২০১৫ সালের মধ্যে স্বাস্থ্য খাত থেকে দুই হাজার কোটি পাউন্ড কমানোর পদক্ষেপ নেয়ায় এরইমধ্যে দেশটিতে ১৯ হাজার ৫২৬টি স্থায়ী নার্সের পদ খালি হয়ে পড়েছে।
এ তথ্য অনুযায়ী দেশজুড়ে প্রতিটি হাসপাতালে গড়ে ১২৫ জন নার্সের ঘাটতি দেখা দিয়েছে। এ ঘটনায় আরসিএনের প্রধান নির্বাহী পিটার কার্টার সতর্ক করে দেন।
রিপোর্টে বলা হয়, “স্বাস্থ্য খাতে ব্যাপক চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে কর্মীদের ঘাটতি, রোগীদের উন্নত মানের সেবা দেয়া ও এ কাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।”
রিপোর্ট প্রকাশের পর আরসিএনসহ বেশ কিছু গ্রুপ স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
ঠিক এমন সময় এরিপোর্টটি প্রকাশিত হল, যখন স্বাস্থ্য খাতে প্রতি বছর অতিরিক্ত চাহিদা পূরণে ব্রিটিশ সরকারের ওপর চাপ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button