পদ্মাসেতুর নির্মাণ শুরু ২০ ফেব্রুয়ারি

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে পদ্মাসেতুর মূল নির্মাণ ও নদী শাসনের কাজ একসঙ্গে শুরু হবে। তিনি বলেন, ‘পদ্মাসেতু নির্মাণে ব্যয় বাড়ানোর কোন পরিকল্পনা নেই। আমরা এখনও পর্যন্ত ব্যয় বৃদ্ধির কোন চিন্তা ভাবনা করিনি। সাত হাজার কোটি টাকা ব্যয়েই পদ্মাসেতু নির্মাণ করা হবে।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল সেহির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মূল সেতুতে ব্যয় বাড়ার কোন সম্ভবনা নেই নিশ্চিত করে মন্ত্রী আরও বলেন, ‘সময় বাড়লে নদী শাসনের ক্ষেত্রে ব্যয় হয়তো কিছুটা বাড়তে পারে। কারণ নদীর গতিপথ কখন কোন দিকে যায় তা বলা যায় না। নদী শাসনের জন্য পাঁচটি কোম্পানি দরপত্র জমা দিয়েছে। কারিগরি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে শিগগিরই কার্যাদেশ দেয়া হবে।’
নিজস্ব অর্থায়নেই সব কাজ করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নেই আমরা সেতু তৈরি করছি। এটা কোন নতুন বিষয় নয়। অর্থমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, আমাদের ১৮ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। রিজার্ভ থেকে ২ বিলিয়ন খরচ করলে আমরা অনেক সময় বাঁচাতে পারবো। এতে আয় অনেকগুণ বেড়ে যাবে যা আমাদের অর্থনীতিতে যুক্ত করতে পারবো। এটা আমাদের লস না, এটা আমাদের ইনভেস্টমেন্ট।’
তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাংকের ডিজাইন, বিশ্বব্যাংকের পরিকল্পনা, বিশ্বব্যাংকের নকশা অনুযায়ী পদ্মাসেতুর নির্মাণ কাজ চলছে। মূল সেতু ও নদী শাসনের দরদাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের প্রাক-যোগ্যতা অর্জন করা। এজন্য বাংলাদেশ নতুন করে কিছু করেনি।’
রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের পিপিপি (সরকারি বেসরকারি অংশীদারিত্ব) প্রকল্পগুলো রাষ্ট্রদূত চেয়েছেন। তাকে প্রকল্পের তালিকা দেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন, কোনগুলোতে অংশগ্রহণ করবেন।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button