হরতাল প্রত্যাহার না করলে আলোচনা নয় : আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, সোমবার থেকে ডাকা টানা তিন দিনের হরতাল প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে আলোচনায় বসবে আওয়ামী লীগ। তা না হলে বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না দলটি। রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশের বক্তব্যে আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাস করেন না। তার দলের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। এ কারণেই তারা হরতাল করে, জ্বালাও-পোড়াও করে, মানুষ হত্যা করে। এই হলো তাদের রাজনীতি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button