ঈদের জামাত মাইল্যান্ড পার্ক খোলা মাঠে অনুষ্ঠিত হবে

Milend parkবৃহৎ মুসলিম জনগোষ্ঠির বসসাসের স্থান টাওযার হ্যমালেটসে এবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত খোলা মাঠে। এ জন্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে মাইল্যান্ড পার্কে। যেখানে অনুষ্ঠিত হবে খোলা ঈদ জামাত।

দীর্ঘ প্রায় তিন বছর পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই খোলা মাঠে ঈদ জামতের অনুমতি দিল। এতে বারার বাসিন্দারা খুব খুশি। অনেকে যারা দেশীয় আমেজ লন্ডনের মতো মিস করেন তাদের জন্য এ খুশি বাড়তি আনন্দের খোরাক।

গত ১৪ জুলাই মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এই সংবাদ তুলে ধরা হয়। প্রায় চার হাজার মানুষ এই ঈদ জামাতে অংশ নিতে পারবেন। ঈদের দিন সকাল ৯টায় শুরু হবে একমাত্র এই ঈদ জামাত। যেখানে মহিলাদের জন্য থাকবে ঈদের নামজের ব্যবস্থা। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আব্দুর রহমান মাদানী। ঈদের জামাত আয়োজনে সহায়তা করবে চ্যারিটি সংস্থা হিউম্যান আপিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button