স্বেচ্ছামৃত্যুর স্বীকৃতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট

Indiaদুরারোগ্য ব্যাধিতে ভোগা ব্যক্তিদের স্বেচ্ছামৃত্যুর অধিকারের স্বীকৃতি দিয়ে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয় সুপ্রিম কোর্ট।
রায়ে বলা হয়েছে- সম্মানের সাথে মৃত্যুবরণের অধিকার রয়েছে। তবে এই স্বেচ্ছামৃত্যুর অধিকার কার্যকর হবে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে। কোনো মরণাপন্ন ব্যক্তি যদি স্বেচ্ছামৃত্যু চান তাহলে তাকে সজ্ঞানে লিভিং উইল করে রেখে যেতে হবে। পরবর্তীতে যদি তার শারীরিক অবস্থা এমন দাঁড়ায় যে তাকে যদি লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখতে হচ্ছে, তখন তার উইল অনুযায়ী পরিবার থেকে হাইকোর্টে আবেদন করতে পারবেন। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবে।
প্রসঙ্গত, ভারতের সংবিধান অনুযায়ী আত্মহত্যা অপরাধ আর স্বেচ্ছামৃত্যু বিষয়ক রায়ও ভারতের ইতিহাসে এই প্রথম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button