ফ্যাশন বিপ্লব দিবসে ব্রিটেনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান

UKপোশাকশিল্পের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা, রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বৃহস্পতিবার ব্রিটেনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রানা প্লাজার হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে বৃহৎ ব্র্যান্ডগুলো যেন অর্থ দিয়ে দায়িত্ব পালন করে, তার দাবিতে তাদের দোকানগুলোর সামনে বিক্ষোভ প্রদর্শন।
এ ছাড়া, কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা ও বেঁচে থাকার মতো মজুরির বিষয়ে প্রচারণার অংশ হিসেবে নৈতিক বাণিজ্য এবং মানবাধিকার সংগঠন, ফ্যাশন তারকা, রাজনীতিক, ছাত্রছাত্রী ও ভোক্তাদের অংশগ্রহণে পালিত হয় ফ্যাশন বিপ্লব দিবস।
বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন ব্রিটেনের স্থানীয় সময় বেলা ১১টা ৩৮ মিনিটে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। এদিকে সব কটি ট্রেড ইউনিয়নের মাতৃসংগঠন ট্রেড ইউনিয়ন কনফারেন্সের (টিইউসি) সদস্যরা লন্ডনে বিভিন্ন বিক্ষোভে অংশ নেন। টিইউসির পক্ষ থেকে গতকাল ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন দপ্তর ডিএফআইডির কাছে একটি চিঠি দিয়ে রানা প্লাজার হতাহত ব্যক্তিদের জন্য বাড়তি সাহায্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিকেলে ও সন্ধ্যায় লন্ডনের প্রধান শপিং এলাকা অক্সফোর্ড স্ট্রিটে ফ্যাশন বিপ্লব দিবসের অনুষ্ঠানের অংশ হিসেবে কাপড় উল্টো করে পরার কর্মসূচি ছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button