ঈদ উদযাপন করছেন হাজীরা

খোলা আকাশের নিচে, আরাফাত ও মিনার মধ্যবর্তী এই স্থানে রাত কাটিয়েছেন তারা। মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের পাথর সংগ্রহ করেছেন মুসল্লিরা। ফজরের নামাজ আদায় শেষে, মিনায় ফিরেন তারা।
মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের পর, কোরবানির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর, মাথা মুন্ডন ও গোসল শেষে মিনা থেকে মক্কায় পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন তারা। মিনা থেকে মক্কায় ফিরে তাওয়াফ শেষে, ইহরাম ত্যাগের মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।