সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ৫ জন নিহত

Sylhetঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় সিএনজি-বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ১জন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছেন সাধারণ লোকজন। সিলেট জেলা পুলিশের ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর আরো ২জন নিহত হন।
কে বা কারা বাসে আগুন দিয়েছে জানিয়ে তিনি বলেন, রাত ১১টার দিকে ফায়ার ব্রিগেডের একটি দমকল বাহিনী বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। উত্তেজিত জনগণকে শান্ত করার চেষ্টা করছেন তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button