রোহিঙ্গাদের ভার বাংলাদেশ বেশি দিন নিতে পারবে না: ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের আন্তর্জাতিক সম্পর্কোন্নয়ন (ডিএফআইডি) বিষয়ক মন্ত্রী অ্যালিস্টাইয়ার বার্ট বলেছেন, রোহিঙ্গাদের ভার বাংলাদেশ বেশি দিন নিতে পারবে না। তাই রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বকে একযোগে আওয়াজ তুলতে হবে।

বুধবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন।

ব্রিটিশ মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। পাশাপাশি বাংলাদেশে যতদিন রোহিঙ্গারা থাকবে ততদিন সব ধরনের সহযোগিতা করে যাবে যুক্তরাজ্য।

এর আগে ব্রিটিশ এই মন্ত্রী কুতুপালং ক্যাম্পে গিয়ে ইউএনসিআর, ব্র্যাক, আইওএম ও ইউকে এইডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। কথা বলেন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button