খালেদার জিয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলা খারিজ করেছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শামসুল আরফিন আদালতে মামলাটি খারিজ করেন।
স্বাধীন বাংলার ইতিহাসকে বিকৃতির অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক সকালে মামলাটি দায়ের করেন। তার আইনজীবী রওশন আক্তার সিকদার ডেজি বাদীর পক্ষে মামলাটি দায়ের করেন। বেলা ১১টায় মামলার গ্রহণ যোগ্যতার ওপর উভয় পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়।
গত ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির এক সভায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বক্তব্য দেন খালেদা জিয়া।
বাদী অভিযোগ করে বলেন, এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের মানহানী হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button