আল্লামা শফীকে নিয়ে মিডিয়া ক্যু হয়েছে : পাপিয়া

বিরোধীদলীয় সংসদ সদস্য সৈয়দা আসফিয়া পাপিয়া বলেছেন, আল্লামা শফীকে নিয়ে সরকার মিডিয়া ক্যু করেছে। তার বক্তব্যকে মনোনীত মিডিয়া বিকৃতভাবে প্রচার করেছে।
রবিবার জাতীয় সংসদের অর্ডার অব পয়েন্টে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
পাপিয়া বলেন,  মতিঝিলের হেফাহতের সমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের ঢাকায় আনা হয়েছিল। কমিউনিটি সেন্টারে মোরগ পোলাও খাইয়ে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে।
দেশে ইসলামী জলসার অনুমোদন না দিয়ে নগ্ন নৃত্যের অনুমোদন দেয়া হয় উল্লেখ করে পাপিয়া বলেন, আমার নির্বাচনী এলাকায় কোনো ইসলামী জলসার অনুমোদন দেয়া হয় না, অনুমোদন দেয়া হয় নগ্ন নৃত্যের। প্রধানমন্ত্রী একজন নারী নন, একজন ঈমানদার মুসলামান।
সিটি নির্বাচন নির্যাতনের প্রতিফলন জানিয়ে তিনি বলেন, সরকার বিরোধী দলকে দমন নিপীড়ন করছে। ৩ লাখ মামলায় ১০ লাখ মানুষকে হয়রানি করেছে সিটি নির্বাচনে জনগণ তার জবাব দিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button