সুনামগঞ্জে বিএনপি নেতা গাড়ি চালকসহ নিখোঁজ

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আহবায়ক কমিটির সদস্য মোঃ মুজিবুর রহমান মুজিব গাড়ি চালকসহ দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে রোববার রাত সাড়ে ৮টার থেকে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নিখোঁজের বিষয়টি জানানো হয়। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়েছে।
সংবাদ সম্মেলন ও জিডিতে উল্লেখ করা হয়, রোববার সকালে বিএনপির গণঅনশন র্কসূচিতে অংশ নেন তিনি। কর্মসূচি শেষে বিকেল ৪টায় শহরের হাজি পাড়া আবাসিক এলাকা থেকে প্রাইভেট কার নিয়ে তিনি সিলেটের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৮টার দিকে তার ব্যবহৃত ৩টি মোবাইলে যোগাযোগ করলে মোবাইল বন্ধ দেখায়। পরিচিত সকল স্বজনের সাথে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ গাড়িচালক শহরের উকিল পাড়া আবাসিক এলাকার রেজাউল হক সোহেল। তার পিতার নাম মোঃ ওয়াহিদুল হক।
মুজিবুর রহমান ও তার গাড়িচালককে জীবিত উদ্ধারের দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button