ইউক্রেনে গ্যাস সরবারহ বন্ধ করলো রাশিয়া

Gasইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া। রুশ সংস্থা গ্যাজপ্রম বুধবার এ কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পরই রাশিয়ার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গ্যাজপ্রমের প্রধান অ্যালেক্সি মিলার জানিয়েছেন, জুলাই মাসে গ্যাস সরবারহ করার জন্য ইউক্রেন কোন টাকা দেয় নি রাশিয়াকে। তিনি আরও জানান, গ্যাজপ্রম বুধবার সকাল ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে, টাকা পরিশোধ না করা পর্যন্ত কোন গ্যাস সরবারহ করা হবে না। অন্যদিকে ইউক্রেনের তরফে জানানো হয়েছে, ২০১৯ আগে কোন প্রকার গ্যাসের দাম পরিবর্তন করা হবে। এর আগে গতকাল ইউক্রেন ঘোষণা করেছে, তারা রাশিয়া থেকে সব ধরনের গ্যাস কেনা বন্ধ করে দেবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button