বৃহস্পতি ও রোববার হরতাল ডেকেছে জামায়াত

আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আজীবন কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে, সরকারের জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে এবং তার এই মুহূর্তে মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল বৃহস্পতিবার ও আগামী রোববার দেশব্যাপী দুইদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে।
হরতাল চলবে প্রতিদিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া শুক্রবার দোয়া দিবস এবং শনিবার সারাদেশে বিক্ষোভ দিবস ঘোষণা করেছে।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচিসমূহ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় এবং শান্তিপূর্ণ উপায়ে পালনের জন্য দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ছাত্র, শিক্ষক, ধর্মপ্রাণ মুসলমান, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের প্রতি জামায়াতের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button