বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহিউদ্দিন খান আর নেই

Muhi Uddin Khanউপমহাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের ইসলামি সাহিত্যের পুরোধা পুরুষ, মদীনা পাবলিকেসন্স ও সীরাত কমিটিসহ আরো বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাংলা ভাষায় সিরাত সাহিত্যের স্থপতি, মাসিক মদীনার সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, বহু গ্রন্থ প্রণেতা, মোতামারে আলম আল-ইসলামি বাংলাদেশের সভাপতি এবং বিশ্ব মুসলিম লীগ ‘রাবেতায়ে আলম আল-ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ প্রকল্প মদীনা মুনাওয়ারাহ সৌদি আরব কর্তৃক মুদ্রিত তাফসিরে মাআরেফুল কোরআনের বাংলা অনুবাদক মাওলানা মুহিউদ্দীন খান (৮০) আর নেই। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আগামীকাল রোববার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ নেয়া হবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিজ বাড়িতে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button