বৈরি আবহাওয়ায় পর্যুদস্ত ব্রিটেনে কিছুটা স্বস্তি

UK Floodঝড় ও বন্যায় পর্যুদস্ত ব্রিটেনে রবিবার আবহাওয়া শুষ্ক হয়ে ওঠায় পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে। গত কিছুদিন ধরে দেশটিতে ঝড় ও টানা বন্যায় বেশ কিছু প্রাণহানি এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এখনো হাজার হাজার লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
তবে আবহাওয়া শুষ্ক হয়ে উঠলেও কর্তৃপক্ষ এখনো সর্বোচ্চ সতর্কাবস্থা জারি রেখেছে। লোকজন বন্যার পানি থেকে ঘরবাড়ি রক্ষার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বন্যার পানি আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেনের আবহাওয়া দফতর দেশটির দক্ষিণ পশ্চিম ও টেমস নদীর তীর এলাকায় মারাত্মক বন্যা সতর্কতা জারি করেছে।
এদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য সরকার সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, সরকার আরো আগেই এ কাজে সেনা সদস্যকে নিয়োজিত করতে পারতো।
তিনি জানান, দুর্গতদের সহায়তায় ৩ হাজারেরও বেশি সেনাসদস্যকে কাজে লাগানো হয়েছে। আরো ৫ হাজার প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, ব্রিটেন প্রায় গত ২ মাস ধরে ঝড় ও বন্যা পরিস্থিতি মোকাবেলা করে আসছে। বৈরি এ আবহাওয়ার কারণে দেশটির অবকাঠামো খাতসহ অর্থনীতিও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button