ইয়েমেনের জন্য সৌদি-যুক্তরাজ্যের ১০ মিলিয়ন ডলারের সহায়তা
সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কেএসরিলিফ এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) ইয়েমেনে কলেরা প্রতিরোধে ১০ মিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা প্রায় ৩.৫ মিলিয়ন মানুষের উপকারে আসবে।
চুক্তির আওতায়, কেএসরিলিফ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) ৫ মিলিয়ন ডলার প্রদান করবে, এবং যুক্তরাজ্য সরকার জাতিসংঘের শিশু তহবিলকে (UNICEF) আরও ৫ মিলিয়ন ডলার প্রদান করবে। এই তহবিল ইয়েমেনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে জরুরি কলেরা প্রতিরোধ কার্যক্রমে সহায়তা করবে।
WHO কলেরা মোকাবেলায় নেতৃত্ব ও সমন্বয়, রোগ পর্যবেক্ষণ, দ্রুত প্রতিক্রিয়া দল গঠন এবং রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা সহ বিভিন্ন সেবা প্রদান করবে। এই যৌথ উদ্যোগটি ইয়েমেনে কলেরা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।