দর্শকদের ঢল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে

Stadiumঅনেক প্রত্যাশার পর সিলেটবাসী প্রথমবারের মতো চোখের সামনে তাদের প্রিয় তারকার ক্রীড়াশৈলী দেখার সুযোগ পাচ্ছে। আর এতেই ঢল নেমেছে সিলেট বিভাগীয় ক্রীড়া স্টেডিয়ামে। স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়েছে ম্যাচ শুরুর আগেই ।
সাকিব-তামিম-মুশফিকদের খেলা দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ করা গেছে । প্রিয় তারকার খেলা দেখতে এসে টিকেট না পেয়ে  ব্যর্থ হয়ে বাড়িতে ফিরতে হয়েছে অনেক দর্শককে ।
সবাই স্টেডিয়ামে ঢুকতে না পারলেও যারা ঢুকতে পেরেছেন তাদেরকে ভাগ্যবান বলতেই হবে। সব মিলিয়ে প্রায় বারো হাজার দর্শক বিজয় দিবস টি-২০ টুর্নামেন্টে প্রথম ম্যাচ দেখতে পেরেছেন।
স্টেডিয়ামের পরিবেশ  দেখলে মনে হবে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কৃত্রিম আলোয় মুশফিক-তামিমদের টি-২০ ম্যাচ দেখার উন্মাদনায় ছুটে এসেছে সিলেটের ক্রিকেট পাগল দর্শকরা।
ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো। স্টেডিয়ামের পাশবর্তী সব জায়গায় পুলিশ, র‌্যাব ও নিরাপত্তা কর্মীরা ছিলো দ্বায়িত্বরত। আশপাশের দালানের ছাদ থেকে টহল দেয় নিরাপত্তা কর্মীরা। যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button