রাত নামলেই শুরু হয় নেশাগ্রস্থ তরুণীদের উৎপাত !

Liverpoolলিভারপুলের সড়কগুলো রাত নামলেই নেশাগ্রস্থ তরুণ-তরুণীদের দখলে চলে যাচ্ছে। বিশেষ করে কিশোরী বয়সী মেয়েদের মাতলামি ভাবিয়ে তুলেছে লিভারপুল পুলিশকে।
এরা এতই মাতাল হয়ে রাতের রাস্তা বের হচ্ছে যে নিজেদের পোশাক গায়ে রাখার মত হুশ থাকে না এদের। এই উৎপাত শুধু বাড়ছেই। মাতাল তরুণ-তরুণীদের রাস্তা থেকে সরাতে গিয়ে উল্টো পুলিশকেই হেনস্থা হতে হচ্ছে। খবর মেইল অনলাইনরে।
সস্তা অ্যালকোহল সহজলভ্য হওয়াতে কিশোর-কিশোরীরাও আজ যোগ দিচ্ছে মাতাল পথচারীর তালিকায়। রাস্তায় এদের নিয়ন্ত্রণহীন চলাফেলা কোনোভাবেই যেন ঠেকাতে পারছে না পুলিশ।
মাত্রাতিরিক্ত মদ্যপানের ফলে প্রায়ই এরা ঝামেলা পাকাচ্ছে রাস্তায়। রাতে লিভারপুলের এই দৈন্যদশায় চিন্তিত আইনশৃংঙ্খলায় নিয়োজিত কর্মকর্তারাও।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button