করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ৮১ তম জন্মদিন পালন করলেন তিনি

করোনাভাইরাসের লক্ষণ রয়েছে বলে খবর পেয়ে ম্যাভিস টরেন্স ভয় পেয়েছিলেন

টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত গ্লাসগোর এক বৃদ্ধা করোনাভাইরাস ‌থে‌কে সুস্থ হওয়ার পর তাঁর ৮১ তম জন্মদিন উদযাপন করেছেন। ম্যাভিস টরেন্স, যিনি দীর্ঘস্থায়ী বাধ্যর্কজনিত পালমোনারি রোগে আক্রান্ত হয়েছিলেন বলেন, তাপমাত্রা বৃদ্ধির পরে ৩১ শে মার্চ তাকে ভাইরাস আক্রান্ত হওয়ার কথা যখন জানানো হয়েছিল তখন তিনি চিৎকার করেছিলেন। তার মেয়ে অ্যাঞ্জেলা গ্রুব এবং জামাতা গুসে করোনাভাইরাসের লক্ষণ এবং বাড়িতে সেলফ আইসোলেশন হওয়ার পরে গত এক মাস ধরে গ্লাসগোর মেরি কুরি হসপিসে তার যত্ন নেওয়া হচ্ছিল।
করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পাওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, আমি কান্নায় ফেটে পড়েছিলাম আমি ভেবেছিলাম আমার সাথে এত ভুল হয়েছে, আমি হাসপাতালে যাব না।
চিকিৎসা শেষে তিনি এখন অ্যাঞ্জেলা, গুস ও তার নাতি রসকে নিয়ে বাড়ি ফিরে এসেছেন এবং তার নাতি-নাতনি সহ পরিবারের কাছে কেক, উপহার এবং ফেসটাইম কল দিয়ে ১০ এপ্রিল তার ৮১ তম জন্মদিন উদযাপন করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button