ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞার পদত্যাগ

abdul-wahhabপদত্যাগ করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা। শুক্রবার তিনি পদত্যাগপত্রটি বঙ্গভবনে পাঠিয়ে দেন। সুপ্রিম কোর্টের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তিনি ২২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের পর ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের নভেম্বরে আবদুল ওয়াহ্হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল।
সূত্র জানিয়েছে আগামী রবিবার থেকে তিনি আর আপিল বিভাগে বসবেন না।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগের পরপরই বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা সুপ্রিম কোর্টে তার দপ্তর থেকে যাবতীয় বই, কাগজপত্র এবং মালামাল বাসায় নিয়ে যান।
জ্যেষ্ঠতম বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞাকে ডিঙ্গিয়ে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলে আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগ করবেন এমন একটি গুঞ্জন বেশ আগে থেকেই সুপ্রিম কোর্ট অঙ্গনে ছড়িয়ে পরে। বাস্তবেই সেটিই ঘটলো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button