আল এমদাদ হাই স্কুল ও কলেজ শিক্ষা ট্রাস্টের সভা অনুষ্ঠিত

Al Imdadগত ২৪শে নভেম্বর পূর্ব লন্ডনের স্ট্রীফোর্ড সেন্টারে ট্রাস্টর এক সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের আহবায়ক জনাব মস্তফা মিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক এম কে আবদুল্লাহর পরিচালিত সভায় উপস্থিত ছিলেন, ফজলুল হক ফজলু, আবদুল কাদির ঞাছনাত, হাজী রকিব উদ্দিন, হেলাল, ফারুক মিযা, আবদুর রহমান, আলী নিজাম, আবদুর রহমান, কলা মিয়া, জিল্লুর রহমান, সুহেল আহমেদ, আবদুল আজিজ, হারুন রশিদ, লুৎফুর রহমান সুহেল, আফছার হুসেন এনাম, মখলু মিয়া, ইছবাহ উদ্দিন প্রমুখ।
সভায় ট্রাস্টের ভবিষ্যত পরিকল্পনা এবং উন্নয়নের লক্ষ্যে উপস্থিত সবাই বক্তব্য রাখেন। সম্প্রতি আল এমদাদ হাই স্কুলে পরীক্ষার সেন্টার এবং কলেজকে ডিগ্রি কলেজে অনুমোদনের প্রক্রিয়ায় আনতে যারা শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে সভা পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button