ইউক্রেন থেকে লক্ষাধিক লোক পালিয়েছে রাশিয়ায়

Ukrainইউক্রেন থেকে ১ লাখ ১০ হাজার লোক রাশিয়ায় পালিয়েছে। জাতিসংঘের হিসেব মতে, ইউক্রেন থেকে প্রায় ১ লাখ ১০ হাজার লোক রাশিয়ায় পালিয়ে গেছে এবং ৫৪ হাজারেরও বেশি লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
শুক্রবার জাতিসংঘের শরণার্থী সংস্থার মহিলা মুখপাত্র মেলিসা ফ্লেমিং সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের প্রথম থেকে ১ লাখ ১০ হাজার ইউক্রেনবাসী রাশিয়ায় পৌঁছেছে।
তিনি জানান, অধিকাংশই সহিংস পীড়িত পূর্বাঞ্চলের দনেস্ক ও লুগানস্ক এলাকা থেকে পালিয়েছে। এসব অঞ্চলে ইউক্রেন বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ চলছে।
তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতির অবনতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া, অপহরণ আতঙ্ক এবং মানবাধিকার লংঘনসহ রাষ্ট্রীয় সেবার ঘাটতি এসব লোকের পালিয়ে যাওয়ার কারণ।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে পশ্চিমাপন্থী গ্রুপ ও জাতীয়তাবাদীরা সরিয়ে দেয়ার পর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দিয়ে ওঠে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি না করার কারণে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। মে মাসের নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button