রাজবাড়ীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

রাজবাড়ীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আটজনসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।  শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈগল পরিবহন ও গ্লোবাল পরিবহনের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলাবিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নিজাম খান জানান, আজ ভোরে ঢাকা থেকে বরিশালগামী গ্লোবাল পরিবহনের বাসটি মজলিশপুর এলাকায় পৌঁছালে খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গ্লোবাল পরিবহনের আটজন যাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। হতাহত যাত্রীদের পরিচয় জানা যায়নি।
নিজাম খান জানান, নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছেন। আটজনের লাশ আলাবিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে রাখা আছে। দুই বাসের চালক পলাতক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button