ফিলিস্তিনী বিয়ের আসরে নৃত্যের অপরাধে ইসরায়েলী সেনার শাস্তি

palestinisদখলকৃত ফিলিস্তিন-ভূমির হেব্রন শহরে এক ফিলিস্তিনী বিয়ের আসরে নাচার অপরাধে কয়েকজন ইসরায়েলী টহল-সেনাকে শাস্তি দেয়া হয়েছে। মোবাইলে ধারণকৃত এ-নাচের দৃশ্যটি প্রচার করেছে দেশটির বেসরকারী টিভি চ্যানেল-২।
প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কয়েকজন ইসরায়েলী সেনা একটি নাচের আসরে কোরিয়ান র‍্যাপ-শিল্পী সাই-এর বহুল প্রচারিত ‘গ্যাংন্যাম স্টাইল’ গানের সাথে নাচছে। প্রকাশিত সংবাদের জানা যাচ্ছে, হেব্রন শহরে টহলদান-কালে একটি বিয়ের আসরে নাচ-গানর শব্দ পেয়ে তারা সেখানে প্রবেশ করে। পূর্ণ সামরিক পোশাক পরিহিত থাকলেও ইসরায়েলী সেনার পরিচয় সরিয়ে রেখে সেখানে ফিলিস্তিনীদের সাথে তারাও যোগ দেয় নাচে ও গানে।
এ-ঘটনায় ইসরায়েলী সেনাবাহিনী বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “ঐ সেনারা অযথাই নিজেদেরকে বিপদের মুখে নিয়ে গিয়েছিলো। তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়া হয়েছে”। তবে কী শাস্তি হয়েছে তার বিস্তারিত বিবরণ ইসরায়েলী কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button