মোল্লার ফাঁসি স্থগিতে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছেই

Mullaজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় স্থগিত রাখার জন্য সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছেই। বিচারের মান নিয়ে প্রশ্ন তুলে রায় স্থগিত রাখার এই চাপে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে।
গতকাল মঙ্গলবার ফাঁসির রায় কার্যকর করার ঘোষণার পরপরই নজিরবিহীন দ্রুততায় এক চিঠিতে ফাঁসি স্থগিত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার কমিশন।
জাতিসংঘের এই প্রভাবশালী সংস্থাটি বিচারের মান নিয়েও চিঠিতে প্রশ্ন তুলেছে। এর আগেও একাধিকার যুদ্ধাপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
বস্তুত সারা বিশ্বের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও বাংলাদেশের ট্রাইব্যুনালকে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।
ফাঁসির রায় স্থগিত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও বৃটেনও আহ্বান জানিয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন ও বৃটিশ হাইকমিশন থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়।
ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, ইইউ সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। এতে আরো বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন এ বিচারের শুরু থেকেই বার বার আন্তর্জাতিক মান অনুসরণ করা ও মৃত্যুদণ্ডের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে।
এদিকে, আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর স্থগিতের আহ্বান জানিয়ে বৃটেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সাঈদা ওয়ার্সি এক বিবৃতিতে বলেছেন, কাদের মোল্লার বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দেয়া রায় রিভিউ করতে অনুমতি দেয়া হয়নি বলে আমরা জেনেছি।
নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি (আইসিসিপিআর) স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে সব নাগরিকের প্রতি সমানভাবে আইন প্রয়োগ করা উচিত বলেও মন্তব্য করেন ওয়ার্সি, চলতি সপ্তাহের শেষে যার ঢাকা সফরে আসার কথা রয়েছে।
ওয়ার্সি বলেন, ‘কাদের মোল্লার মৃত্যুদণ্ডে আমি উদ্বিগ্ন। বৃটেন সব পরিস্থিতিতে মৃতুদণ্ডবিরোধী। এটা মানুষের মর্যাদা ক্ষুণ্ন করে।’
এর আগে নিউ ইয়র্কভিত্তিক খ্যাতনামা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও এক বিবৃতিতে ফাঁসির রায় স্থগিত রাখা এবং কাদের মোল্লাকে রিভিউ শুনানির সুযোগ দেয়ার দাবি জানায়।
বিচারের মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আইনের ভূতাপেক্ষ প্রয়োগের মাধ্যমে কাদের মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু যে কোনো সাজার বিরুদ্ধেই উচ্চতর আদালতে আপিল করার সুযোগ থাকতে হবে।
কাদের মোল্লার বিচারকে ‘প্রতারণা’ ও ‘‌সমস্যা’ বলেও মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
এদিকে, সৌদি আরবের প্রভাবশালী সংবাদপত্র সৌদি গেজেট ৮ ডিসেম্বর প্রকাশিত এক নিবন্ধে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী টবি ক্যাডম্যান যুদ্ধাপরাধের বিচারের মান নিয়ে কড়া সমালোচনা করেছেন।
কাদের মোল্লা ফাঁসির কার্যকর করা হলে বাংলাদেশ রাজনৈতিক সহিংসতা আরো বৃদ্ধি পাবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন ক্যাডম্যান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button