শেখ হাসিনা পদত্যাগ না করলে গণঅভ্যূত্থান : যুক্তরাজ্য ১৮ দলের হুঁশিয়ারী

UKষড়যন্ত্রের পথ পরিহার করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ১৮ দলীয় ঐক্যজোট যুক্তরাজের নেতৃবৃন্দ বলেছেন, পুলিশ, র‌্যাব, বিজিবির সাহায্যে এবং দলীয় সন্ত্রাসীদের দ্বারা মানুষ হত্যা করে সাজানো নির্বাচনের পায়তাঁরা পরিহার করুন। নইলে নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। নেতৃবৃন্দ শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সংবিধান রক্ষার কথিত দোহাই দিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর ষড়যন্ত্র করবেন না। যে সংবিধান সংশোধন করে ক্ষমতা আঁকড়ে ধরে আছে, সেই সংবিধান সংশোধনকালে আওয়ামীলীগ ছাড়া আর কেউ মতামত দেয়নি। আর বাকী যে সব শরীক ছিলো এরা দেশে ইউপি নির্বাচনে মেম্বার হওয়ারও যোগ্য নয়। ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, শেখ হাসিনা সম্মানের সাথে ক্ষমতা না ছাড়লে গণঅভ্যূত্থান ঘটিয়ে আপনাকে আর পালানোরও সুযোগ দেওয়া হবে না।
৮ ডিসেম্বর রোববার বাদ যোহর লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাংলাদেশে সরকারী বাহিনীর নির্বিচারে মানুষ হত্যা, সরকারী দল কর্তৃক জ্বালাও-পোড়াও নিরীহ জনগণকে হত্যা করে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেয়া, জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোট যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোটের অন্যতম আহ্বায়ক এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারী কয়ছর এম আহমদ, জামায়াত নেতা মাহিম মজুমদার এবং জমিয়ত নেতা মাওলানা সৈয়দ তামিম আহমদ এর পরিচালনায় সামবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  মাহিদুর রহমান, নাগরিক সংগঠন সেইভ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জমিয়তে ওলামা ইসলামের আমীর আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি অধ্যাপক আব্দুল কাদির সালেহ, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক,  বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, তৈমূছ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবু সায়েম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন টিপু, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এম এ সালাম, যুক্তরাজ্য যুবদলের সাবেক সেক্রেটারী আব্দুল বাছিত বাদশা, যুক্তরাজ্য তরুণ দলের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার ইমন।
উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আকতার হোসেন টুটুল, তাজুল ইসলাম, শহিদুল্লা খান, মুজিবুর রহমান মুজিব, আনা এম মিয়া, গোলাম রববানী, ব্যারিস্টার ওয়াসিউর রহমান তালুকদার, শরিফুজ্জামান চৌধুরী তপন, তালুকদার তাহির রায়হান চৌধুরী পাবেল, হেলাল নাসিমুজ্জামান, ফেরদৌস আলম, জসিম উদ্দিন সেলিম, ইকবাল হোসেন দেলওয়ার, এডভোকেট খলিলুর রহমান, ড. মুজিবুর রহমান,  মো: আব্দুল কাইয়ুম, মিসবাহুজ্জামান সোহেল, আবুল হোসেন, ইকবাল হোসেন, নাসির আহমদ শাহিন, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, অঞ্জনা আলম, মমতাজ আলম, আব্দুল হান্নান, আফজাল হোসেন, তাসবির চৌধুরী শিমুল, আহবাব খান বাপ্পি, এম এ শহিদ, শফিকুল ইসলাম রিবলু, ফাতেমা মজিদ, বাবর চৌধুরী, মিজানুর রহমান, এস এম সেলিম, রফিকুল ইসলাম সজিব প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান শেখ হাসিনার উদ্দেশ্য বলেন, পাঁচটি বছর একটি দিনও বিরোধী দল বা জোটকে বাংলদেশের কোঁথাও শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করতে দেননি। পুলিশ, র‌্যাব এবং দলীয় সন্ত্রাসীদের দিয়ে গুলি করে পাখির মত মানুষ হত্যা করেছেন। নিজের ইচ্ছেমত সংবিধান সংশোধন করে ক্ষমতা আঁকড়ে ধরে পাতানো নির্বাচনী খেলা করছেন। কিন্তু জনগণ এবার ফুঁসে উঠেছে। আওয়ামীলীগকে উচিত শিক্ষা না ঘরে আর ফেরা হবে না প্রতিবাদী জনতার। মাহিদুর রহমান জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবী জানিয়ে বলেন, সরকার নেতৃবৃন্দকে বন্দী রেখে আলোচনা করার যে ভন্ডামী শ্লোগান দিচ্ছে আওয়ামীলীগের সেটা একটি ঘৃণ্য খেলা। দেশের জনগণ তাদের আসল পরিচয় জেনে গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button