কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেলারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে শুনানি শুরু হয়ে দুপুর পৌনে ১২টার দিকে শুনানি শেষ হয়। এরপর আদালত বিরতিতে যান।
এর আগে বুধবার সকাল প্রথম দিনের শুনানি শেষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। ফলে এ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর স্থগিত থাকবে।
মঙ্গলবার রাতে শেষ মুহূর্তে চেম্বার বিচারপতির এক আদেশে কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিত হয়ে যায়। আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক আকস্মিক আদেশে এই জামায়াত নেতার মৃত্যুদ- কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।
৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। গত ১৭ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদ- দেন আপিল বিভাগ।