কাদের মোল্লা ন্যায় বিচার পাননি : খন্দকার মাহবুব
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগ থেকে কাদের মোল্লার রিভিউ আবেদনের শুনানির আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “এই রায়ে আমরা সংক্ষুদ্ধ। আমরা ন্যায় বিচার পাইনি।”
খন্দকার মাহবুব বলেন, ‘আদালত আমাদের মামলা বাতিল করে দিয়েছেন। আইনের শাসনে এটা ন্যায় বিচার হয়নি। আমরা আশা করি কারাকর্তৃপক্ষ রিভিউ সংক্রান্ত পূর্ণাঙ্গ আদেশ হাতে না পাওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নেবে না।”
ট্রাইব্যুনালের রায়ের পর আজ পর্যন্ত কাদের মোল্লাকে ১০ মাস ৭ দিন আটক করে রাখা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে দিন। এরপর কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকলো না।