শান্তিপূর্ণ গণপ্রতিরোধের আহবান জামায়াত আমীরের
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের অন্যতম শীর্ষ নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ শান্তিপূর্ণ গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। তিনি বলেন, আমি মানব ইতিহাসে কলঙ্কজনক এ রাজনৈতিক হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের আপামর জনতা ও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার এবং সরকারের এই নিকৃষ্ট ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, যে আইনে কাদের মোল্লার বিচার করা হলো তা এবং ট্রাইব্যুনাল, দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। এই বিচার প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে আছে স্কাইপ কেলেঙ্কারি, সেইফ হোম কেলেঙ্কারি। বিচার করছে আদালত আর রায়ের দিন, তারিখ, সময় নির্ধারণ করে বক্তব্য রাখছেন সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতৃবৃন্দ।