রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খালেদা-ওয়ার্সি ঘণ্টাব্যাপী বৈঠক
বিরোধী নেতা খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন সফররত বৃটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। বৃহষ্পতিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই খালেদার জিয়ার বাসভবন ত্যাগ করেন।
সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী নেতার সঙ্গে বৃটিশ মন্ত্রীর আলোচনা হয়েছে। বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ওয়ার্সির সঙ্গে ঢাকায় নিযুক্ত বৃটেনের হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন। এদিকে বৃটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন।