ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ক্যালিফোর্নিয়া শাখা, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ২১ জুলাই এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লিটল বাংলাদেশ-এর লস অ্যাঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশনাল সেন্টারে ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি আবদুল বাসিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাইমেনের পরিচালনায় ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন মো. কালাম। স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে বিএনপির অসংখ্য নেতাকর্মী তাদের পরিবার-পরিজনসহ ইফতার মাহফিল যোগ দেন।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি আবদুল বাসিত বলেন, গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে জনগণ বার্তা দিয়েছে যে তারা পরিবর্তন চায়। শুধু পাঁচ সিটিতে নয়, সারাদেশেই এখন একই অবস্থা।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের সময় এ বিশাল গণরায়কে দেশের ক্রান্তিলগ্নে কাজে লাগানোর জন্য নতুন মেয়র ও কাউন্সিলদের ওপর যে গুরুদায়িত্ব দেয়া হয়েছে তা সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান আবদুল বাসিত।
সমাবেশে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতৃবৃন্দ ও কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন।