অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ে নিষিদ্ধ
সমকামী বিয়ের বৈধতা দেয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির(এসিটি)আইন বাতিল করেছে অস্ট্রেলিয়ার হাই কোর্ট। এতে অবৈধ হয়ে পড়েছে ২৭ টি সমকামী জুটির বিয়ে। এসিটি পার্লামেন্ট গত অক্টোবরে প্রথম সমকামী বিয়েকে বৈধতা দিয়ে বিল পাশ করেছিল। কিন্তু আইনটিকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের আইনের সঙ্গে এ আইন সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করা হয়।
এসিটি’র ওই আইন অনুযায়ী সব এলাকার সমকামী জুটিদের এ এলাকাটিতে বিয়ে করার বৈধতা ছিল। গত সপ্তাহান্তে আইনটি কার্যকর হওয়ার পর বেশ কয়েকটি সমকামী বিয়েও হয়। কিন্তু হাইকোর্টের রায়ে সে আইন বাতিল হওয়ায় এখন বিয়েগুলোও অবৈধ হল।
ক্যানবেরার হাইকোর্ট বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে এসিটি আইনের বিরুদ্ধে রায় দেয়।