বগুড়ায় এমপি মান্নানের বাসায় আগুন
বগুড়া- ১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের বগুড়া শহরের কলোনী এলাকার বাসায় বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (সদর ও মিডিয়া) জানান, সংসদ সদস্য আবদুল মান্নানের বাসায় আগুন ধরিয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিসসহ পুলিশ ঘটনাস্থলে এসেছে। দুর্বৃত্তদের খোঁজে পুলিশ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী কলোনী এলাকার কামাল উদ্দিন জানান, পরপর ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়া পেট্রোল ঢেলে দিয়ে তারা আগুন লাগিয়ে দেয়। আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন এলাকার লোকজন ভয়ে সবার বাসার দরজা-জানালা বন্ধ করে দেয়। তবে এলাকার অনেকে ছুঁটে আসে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে গেলেও আগুন জ্বলতে থাকে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন সিনিয়র অফিসার সোহেল রানা জানান, আগুন নেভানোর জন্য একটি ইউনিট কাজ করছিল। পরে আরো একটি ইউনিট আগুন নেভানোর জন্য যুক্ত হয়।
তৃতীলা বাসার নীচ তলায় সমস্ত আসবাবপত্র সহ সবকিছু পুড়ে গেছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেকের ছবি এবং বিভিন্ন ক্রেস্টসহ দামী জিনিসপত্র ছিল।
আগুন জ্বালানোর পর কলোনী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকা ভুঁতুরী নগরীতে পরিণত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ র্যা ব চলে আসে। রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।