আলোচনা ইতিবাচক হয়েছে : আশরাফ ও মির্জা আলমগীর
চলমান রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপি সিনিয়র নেতাদের বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় গুলশান ১ নম্বরের ১১০ নম্বর রোডে জাতিসংঘের প্রতিনিধি নীল ওয়াকারের বাসভবনে বিএনপির সাথে বৈঠক শেষে তারা সাংবাদিকদের এ কথা জানান।
সৈয়দ আশরাফ বলেন, বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আলোচ্য বিষয় নিয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। প্রয়োজনে আবারো আমরা বৈঠকে বসবো। বৈঠকে বিএনপির সাথে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে দুটি প্রস্তাব দেয়া হয়েছে। এগুলো নিয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করবো। পরে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে শুক্রবার বিকাল সোয়া ৪টায় গুলশান ১ নম্বরের ১১০ নম্বর রোডে জাতিসংঘের প্রতিনিধি নীল ওয়াকারের বাসভবনে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।
এ আগে নির্বাচনকালীন সংকট সমাধান করে সমঝোতায় পৌঁছাতে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো গুলশানে আন্দালিব রহমান পার্থ’র বাড়িতে দুই দলের নেতাদের নিয়ে বৈঠক করেন।
তারানকো তার সফর একদিন বৃদ্ধি করে সর্ব শেষ গত বুধবার দুপুরে জাতিসংঘের প্রতিনিধি নীল ওয়াকার গুলশানের বাস ভবনে দ্বিতীয় বার বৈঠক করেন দুই দলের শীর্ষ নেতাদের সাথে।
তারানকো দেশ ত্যাগের আগে এক সংবাদ সম্মেলনে বলেন, দুই দলের আলোচনা অব্যাহত থাকবে। আর সে আলোচনারই ধারাবাহিকতায় আজ আবারো আওয়ামী লীগ ও বিএনপির নেতারা তৃতীয় দফা বৈঠক করেন।