কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে ৮ শিবিরকর্মী নিহত

Noakhaliনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে পুলিশের গুলিতে ৮জন শিবিরকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
হত্যাকণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে ইসলামী ছাত্রশিবির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বসুরহাটে জামায়াত ও শিবিরকর্মীরা বিকেলে একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুঁড়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের সাথে স্থানীয় যুবলীগকর্মীরা যোগ দেয়। এতে আটজন শিবিরকর্মী নিহত হন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশও রয়েছে ঘটনাস্থলে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে নোয়াখালীতে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে ছাত্রশিবির। শিবিরের নোয়াখালী শহর সভাপতি নেয়ামত উল্লাহ শাকের হরতাল আহবান করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button