তুরস্কে কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদন্ড কার্যকরের পর এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে তুরস্কের মুসলমানরা। তুরস্কের রাজধানি আঙ্কারায় শুক্রবার বাদ জুমা এই প্রতিবাদ কর্মসূচী পালন করে।
এদিকে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করাকে একটি ‘ঐতিহাসিক ভুল’ বলে উল্লেখ করে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান বলেছেন, বাংলাদেশের বিরোধীদলীয় রাজনীতিবিদ আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড হলো এমন একটি ভুল, যা ইতিহাস কখনো ক্ষমা করবে না।
তুরস্কের প্রধানমন্ত্রী শুক্রবার ইজমিরে সমর্থকদের এক সমাবেশে কাদের মোল্লার জন্য গভীর দু:খ প্রকাশ করেন জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার রায় কার্যকরের আগ মুহূর্তে টেলিফোন করেছিলেন তিনি। তিনি বলেন, অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষ কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
রিসেপ এরদোগান আরো বলেন, বাংলাদেশের এই আবেগতাড়িত তদন্ত বন্ধ করা উচিত।