প্রতি সেকেন্ডে ১১টি শব্দ উচ্চারণ করতে পারেন ক্যাপো !

Capoনতুন সব আজব ঘটনা জন্ম দেয়ার ক্ষেত্রে মানুষের জুড়ি মেলা সত্যিই ভার। জিনগত বৈশিষ্ট্যের কারণে অনেকের বিচিত্র কিছু শখ থাকে। এখানে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, তিনি বিচিত্র একটি বিষয়ে পারদর্শী। তার প্রতিভাকে খাটো করে দেখার কোন অবকাশ নেই। অবিশ্বাস্য শোনালেও সত্যি যে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণকারী ফ্র্যান ক্যাপো নামের ওই নারী প্রতি সেকেন্ডে ১১টি শব্দ উচ্চারণ করতে পারেন। এক সাক্ষাৎকারে ক্যাপো বলছিলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই তিনি অত্যন্ত দ্রুতগতিতে কথা বলা রপ্ত করেছিলেন। নিজের মধ্যে ভিন্নধর্মী এ প্রতিভার বিচ্ছুরণের বিষয়টি তিনি আবিষ্কার করার ঘটনাটিও জানালেন। ক্যাপো বলছিলেন, ক্লাসের জন্য মুখস্ত করা বিভিন্ন প্রশ্নের উত্তর শিক্ষকদের সামনে অন্য সহপাঠীদের তুলনায় বেশ দ্রুতগতিতে অনর্গল বলতে পারতেন তিনি। তার এ প্রতিভাটি কারও নজর এড়ায়নি। আর আজ সেই ক্যাপো তার দ্রুত কথা বলার দক্ষতা দিয়েই স্থান করে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। পৃথিবীতে তার সমকক্ষ কেউ নেউ। এক সেকেন্ডে ১১টি শব্দ বলতে পারার রেকর্ড গড়া এই নারী এ পর্যন্ত ৪৫০টি টেলিভিশন অনুষ্ঠানে তার কথার জাদু দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। গিনেস রেকর্ড ছাড়াও তিনি আরও ৪টি বিশ্বরেকর্ডের অধিকারিনী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button