লন্ডনে কাদের মোল্লার গায়েবানা জানাযায় জনতার ঢল

Londonলন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে সহশ্রাধিক জনতার উপস্থিতি। সকলের মুখেই শোকের চিহ্ন। অনেকেই নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। ষাটোর্ধ্ব জামান মিয়া কান্না জড়িত কণ্ঠে বললেন, ‘জীবনের সুদীর্ঘ সময় ব্রিটেনে কাটিয়েছি। কিন্তু বিচারের নামে এমন জুলুম কোঁথাও হয়েছে বলে শুনিনি।’ কি অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসী দেয়া হলো সেটাতো কেউ ভালোভাবে জানলো না। আব্দুল কাদের মোল্লাকে আওয়ামীলীগ ছাড়া কেউ বাংলাদেশকে কেন পৃথিবীর কোঁথায় রাজাকার কিংবা যুদ্ধাপরাধী বলে না। এরকম একজন মানুষকে কিসের অপরাধে হত্যা করা হলো ? বক্তারা তখন এমন বক্তব্য দিচ্ছিলেন মাইকে আর শোকার্ত কর্মী সাধারণ জনতা শ্লোগান দিচ্ছিলেন ‘কাদের মোল্লার রক্তের বদলা নিবে জনতা।’
১৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ আলতাব আলী পার্কে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ‘গায়েবানা জানাযা’ পূর্বে এমন দৃশ্য দেখা গেছে। লন্ডনের আলতাব আলী পূর্বে এটাই প্রথম কোন গায়েবানা জানাযা এবং জনতার এরকম উপস্থিতি বিগত দিনে কোন সমাবেশে দেখা যায়নি।
নাগরিক সংগঠন সেইভ বাংলাদেশের উদ্যোগে জানাযা পূর্ব বিশাল সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে বাংলাদেশের ইতিহাসে এমন জঘন্য বর্বরতার জন্ম দিয়েছে আওয়ামীলীগ সরকার। তাদের এই বর্বরতার চরম মূল্য দিতে হবে। বক্তারা কাদের মোল্লাকে নিস্পাপ এবং মুক্তিযুদ্ধে তিনি কোন অপরাধ করেননি উল্লেখ করে বলেন, একজন সৎ, চরিত্রবান রাজনীতিবীদকে যে নিঃশ্বর্ষ কায়দায় আদালত ব্যবহার করে হত্যা করা হয়েছে, সেটার বদলা বাংলাদেশের জনগণ একদিন নেবেই।
বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইউরোপের আমীর, প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, সমাবেশ শেষে গায়েবানা জানাযায় ইমামতি করেন আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button