এবার দেশজুড়ে বিক্ষোভের ডাক মিশরের সেনাপ্রধানের
এবার দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন মিশরের সেনাপ্রধান আবদুল ফাত্তাহ আল-সিসি। মুসলিম ব্রাদারহুড এবং নূর পার্টি সেনাপ্রধানের আহ্বান প্রত্যাখ্যান করেছে।
আল-সিসির ভাষায়, ‘মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতের পর থেকে শুরু হওয়া সহিংসতা এবং সন্ত্রাস’ মোকাবেলায় সেনাবাহিনীকে ম্যান্ডেট দিতে এ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি।
সেনাপ্রধানের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছে মুরসি বিরোধী আন্দোলনের সংগঠক ও সেনা অভ্যুত্থানের সমর্থক তামারুদ (বিদ্রোহী)। এরা মূলতঃ বামপন্থী ও সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের অনুসারী।
বুধবার সেনাবাহিনীর এক অনুষ্ঠানে শুক্রবার দেশজুড়ে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন সেনাপ্রধান। এ সময় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগও অস্বীকার করেছেন আল-সিসি।
আল-সিসি বলেন, ‘সম্ভাব্য সহিংসতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাকে সমর্থন দেয়ার জন্য আমি সব মিশরীয়কে আগামী শুক্রবার রাজপথে নেমে আসার আহবান জানাচ্ছি।’
তিনি দাবি করেন, ‘আমি সাবেকে প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। আমি তাকে সতর্ক করেছিলাম যে, তার ধর্মতাত্বিক প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।’
সংবিধান সংশোধন এবং আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন নির্বাচন অনুষ্ঠানে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান।
তিনি বলেন, সহিংসতা করার জন্য তিনি বিক্ষোভের ডাক দেননি, বরং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সমর্থন লাভের উদ্দেশ্যে তার এ ডাক।
এ ঘোষণার পরপরই মুসলিম ব্রাদারহুড এক বিবৃতিতে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলে, ‘আপনার এ হুমকি লাখ লাখ মানুষকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা থেকে বিরত রাখতে পারবে না। আপনি সবসময়ই আপনার পদে থেকে ষড়যন্ত্র করে এসেছেন।’
এদিকে, সেনাপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকতে মিশরীয়দের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম ইসলামী দল নূর পার্টি।