ধর্মঘটে যাচ্ছে বিশ্বকাপের নির্মাণ শ্রমিকরা
ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি আরেকটি ধাক্কা খেল। শনিবার বিশ্বকাপ স্টেডিয়ামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিক্ষুব্ধ নির্মাতারা ধর্মঘটের ডাক দিয়েছেন। শনিবার ব্রাজিলের অ্যারেনা আমাজনিয়া স্টেডিয়ামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুকে ঘিরে বিশ্বকাপের ভেন্যুর নির্মাণ শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তাই তারা নিরাপদ নির্মাণ পরিস্থিতির দাবিতে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছেন।
গ্লোব স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে একটি শ্রমিক সংঘের সভাপতি মিস্টার সিসেরো কাস্টোডিও বলেন, বিশ্বকাপের বাস্তবতা উপস্থাপনে এখন ধর্মঘটের ডাকই হবে আদর্শ বিষয়। যদিও সেটা কেহই প্রত্যাশা করে না।
তিনি আরো বলেন, সরকার শুধুমাত্র নির্মাণ অংশের সুন্দর দিকটাই বিশ্বকে দেখাতে চাইছে। কিন্তু কারা, কিভাবে এটা নির্মাণ করছে তা ভুলেই গেছে। তাই আসছে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছি আমরা। বাস্তবতাটা সবার সামনে তুলে ধরতে। আর আমাদের জীবনের অধিকতর নিরাপত্তা চাইতে।