কানাইঘাটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাটের যুবলীগ নেতা নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে শিবির কর্মীরা। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দলইরমাটি নিজ গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন নজরুল ইসলাম। পথিমধ্যে বাইপাস এলাকায় শিবির কর্মীরা তাকে এলোপাতাড়ি কুপায়। এতে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকালে একই স্থানে পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহকে কুপিয়েছে শিবির কর্মীরা। আব্দুল্লাহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  এদিকে জামায়াত সমর্থকদের বেশ কয়েটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় যুবলীগের কর্মীরা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button