দুই নেত্রীকে ৬ কংগ্রেসম্যানের চিঠি : সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান
বাংলাদেশের বর্তমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশংকা করেছেন ৬ মার্কিন কংগ্রেসম্যান।বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীর নিকট প্রেরিত পৃথক পৃথক চিঠিতে তারা এমন আশংকার কথা জানান। কংগ্রেসম্যানরা হলেন, ইলিয়ট এন অ্যাঙ্গেল, এডওয়ার্ড আর রয়েস, ষ্টিভ শ্যাভোট, জোসেফ ক্রাউলি, জর্জ হোলডিং ও গ্রেস মেং।
দেশের প্রধান দুই নেত্রীর ক্ষমতা কাজে লাগিয়ে এর একটা জরুরী সমাধানেও আসার আহ্বান জানান তারা।
চিঠিতে জরুরী ভিত্তিতে সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহনে একটি সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপুর্ন নির্বাচনের আহ্বানও জানান ওই ৬ কংগ্রেসম্যান।
চিঠিতে তারা উল্লেখ করেন, বাংলাদেশর রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্র খুবই উদ্ধিগ্ন। বাংলাদেশের উন্নতিতে যা নেতিবাচক প্রভাব ফেলবে।
তারা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষত ৬ ভাগ জিডিপি অর্জন, দারিদ্র্ হ্রাস ও আমাদের দ্বিপক্ষীয় বানিজ্যে বিরাট সাফল্য কোনভাবে নষ্ট বা বন্ধ হোক এটা আমরা দেখতে চাই না।