সংখ্যালঘুর বাড়িতে আগুন লাগিয়ে পালানোর সময় আ’লীগ কর্মী আটক

Arrestedসাতক্ষীরার দেবহাটায় এক সংখ্যালঘুর বাড়িতে আগুন লাগিয়ে পালানোর সময়  গ্রামবাসীর হাতে ধরা পড়েছেন এক আওয়ামীলীগ কর্মী। আটক আব্দুল গফফার সাংবাদিকদের জানান, তিনি একা নন, আগুন লাগানোর সময় তার সাথে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের খালেক সরদারের ছেলে রবিউল ইসলাম সহ আরো ২ জন ছিলেন। তিনি পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা। দলের গত ইউনিয়ন কাউন্সিলে তিনি কাউন্সিরও ছিলেন।
এলাকাবাসী জানায়, রোববার ভোরে উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের মৃত নরেন সরকারের পুত্র সুনিত সরকারের বাড়িতে আগুন দেয়া হয়। এসময় এলাকাবাসী চিৎকার শুরু করলে অন্যরা পালিয়ে গেলেও উপজেলার সেকেন্দারা গ্রামের মৃত এলবাহার গাজীর ছেলে আব্দুল গফফার (৫৫) কে হাতেনাতে আটক করা হয়। পরে এলাকাবাসী তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে আব্দুল গফফারকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস সাংবাদিকদের জানান, ধৃত আব্দুল গফফারের সাথে সুনিতী সরকারের ব্যবসায়ীক লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জানান, আসামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button