রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এম ইনামুল বারী রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠককালে সেনাবাহিনী প্রধান ২৪ ডিসেম্বর চট্টগ্রামের ভাটিয়ারিতে ৬৯তম বিএমএ লং কোর্স এবং ৪০তম বিএমএ স্পেশাল কোর্সের প্রেসিডেন্ট প্যারেডে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
নৌবাহিনী প্রধান ২৩ ডিসেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় বিএনএ’তে প্রেসিডেন্টস প্যারেড অব মিডশিপমেন-২০১২ এবং অন্যান্য অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
বিমানবাহিনী প্রধান ২৬ ডিসেম্বর যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমানবাহিনীর ৬৪তম ফ্লাইট ক্যাডেট কোর্সের প্রেসিডেন্টস প্যারেডে (শীতকালীন) রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
এ ছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোল্লাহ ফজলে আকবর ১৯ ডিসেম্বর মিরপুর ক্যান্টনমেন্টে এনডিসি’তে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৩ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৩’র গ্রাজুয়েশন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।