কাদের মোল্লার ফাঁসিতে জাতিসংঘ মহাসচিবের দুঃখ প্রকাশ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই সঙ্গে এ ঘটনার পর বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার ও সহিংসতা পরিহারেরও আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের ওয়েবসাইটে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসারকি সংবাদ ব্রিফিংয়ের সংক্ষিপ্তসারে এ কথা বলা হয়েছে।
মুখপাত্র মার্টিন নেসারকি বলেন, আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরে মহাসচিব দুঃখ প্রকাশ করেছেন। বান কি মুন আগেও এই পদক্ষেপকে নিরুৎসাহিত করেছেন।
যে কোনো পরিস্থিতিতে জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরোধীতা করে উল্লেখ মুখপাত্র বলেন, মহাসচিব নির্বাচনপূর্ব স্পর্শকাতর সময়ে ফাঁসি কার্যকরে নিরুৎসাহিত করেছেন।
জাতিসংঘ যে কোনো পরিস্থিতিতে গুরতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড সমর্থন করে না বলেও জানান মুখপাত্র।
চলমান রাজনৈতিক সহিংসতায় মহাসচিব সকল পক্ষকে সহিংসতা পরিহার করে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার আগে এই দ- কার্যকর না করতে জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিলেন।