দরিদ্র দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চান ক্যামেরন
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দরিদ্র দেশ থেকে ব্রিটেনে যাতে কেউ প্রবেশ না করতে পারে তার জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে চাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ক্যামেরন মনে করেন, ব্রিটেনের সমপরিমাণ অর্থ যে দেশের আছে শুধু সেসব দেশ থেকে কেবল ব্রিটেনে লোক আসতে পারে।
শনিবার ২০১৪ সালে বুলগেরিয়া ও রোমানিয়া থেকে বিপুল পরিমাণ অভিবাসী ব্রিটেনে প্রবেশাধিকার দেওয়া উচিত কিনা এমন একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসব কথা বলেন ক্যামেরন। এসময় ৭০ জনেরও বেশি এমপি, সাবেক মন্ত্রী ও নির্বাচন কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
তবে ক্যামেরনের এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। শুক্রবার কমিশন ক্যামেরুনের এমন আচরণকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘আইনসম্মত’ নয় বলে উল্লেখ করা হয়।
এদিকে ক্যামরনের এ মন্তব্যে ক্ষেপেছেন হাঙ্গারিয়ান ইউরোপীয় কমিশনার লাজেলো আনদোর। ক্যামেরনের এই নীতির মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর ঐক্যে ফাটল ধরবে মনে করেন আনদোর।