জামায়াত-শিবির নেতাকর্মীদের হত্যায় নিউ ইয়র্কে প্রতিবাদ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জামায়াত-শিবির নেতাকর্মীদের ঘটনায় নিউ ইয়র্কে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে প্রবাসী কোম্পানীগঞ্জবাসী।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ব্রুকলিনের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা দেলওয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল আরিফ, সাবেক ছাত্রনেতা কোম্পানীগঞ্জ সমিতির সহসভাপতি নুরুল হুদা হারুন, সাবেক ছাত্রনেতা নুরুল করিম মোল্লা, আবুল বাশার, কোম্পানীগঞ্জ সমিতির সাবেক সভাপতি মোতাহের হোসেন।
সভা পরিচালনা করেন কোম্পানীগঞ্জের সাবেক ছাত্রনেতা নঈম উদ্দিন। দোয়া পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসাইন।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মো. জসিম উদ্দিন, ইয়াছিন সবুজ, জসিম উদ্দিন, জাহিদ উদ্দিন ভুইয়া, নুরুল ইসলাম বাবু ও এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, “কোম্পানীগঞ্জে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা শান্তিপূর্ণ মিছিলে গুলি করে জামায়াত শিবির নেতা কর্মীদের হত্যা করেছে।”
বক্তারা অভিযোগ করেন, পুলিশ সুপার আনিছুর রহমান ও কোম্পানীগঞ্জ থানার ওসি সাজিদুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সন্ত্রাসীরা গণহত্যা চালিয়েছে। এ গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। অন্যথায় আন্তর্জাতিক আদালতে হত্যার নির্দেশদাতা পুলিশ সুপার, থানার ওসি ও আওয়ামী নেতাদের বিরুদ্ধে মামলা করা হবে।
দেশব্যাপী হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানিয়ে প্রবাসী নেতারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “সময় থাকতে পদত্যাগ করে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুন। অন্যথায় প্রবাস থেকে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে।”